উত্তর ওয়াপদা কারামতিয়া দাখিল মাদরাসা
Uttar Wapda Karamatia Dakhil Madrasah
অনলাইনে ভর্তি আবেদন করতে সম্পূর্ণ ফরম টি পূরণ করে সাবমিট করুন।
নির্দেশনা:
* লাল তারকা চিহ্নিত ঘরগুলো অবশ্যই পূরণ করতে হবে।
১। কোরআন-সুন্নাহ, সমাজ, রাষ্ট্র ও মাদ্রাসার স্বার্থের পরিপন্থী কোন কাজে অংশগ্রহন করব না।
২। সব সময় প্রতিষ্ঠানের নির্ধারিত ইউনিফর্ম পরিধান করব এবং শিক্ষকগণের প্রতি শ্রদ্ধাশীল ও অনুগত থাকব।
৩। মাসিক বেতন, পরিক্ষার ফি ও মাদ্রাসার যাবতীয় পাওনা যথাসময়ে পরিশোধ করব।
৪। মাদ্রাসার বিধি বিধান মেনে চলব। নিয়মিত মাদ্রাসায় উপস্থিত থাকব ও লেখাপড়ায় মনোযোগী হব।
৫। উপরোক্ত আঙ্গীকার ভঙ্গ করলে কর্তৃপক্ষের যে কোন সিদ্ধান্ত বা ছাড়পত্র গ্রহন করতে বাধ্য থাকব।