UWKDM Logo

উত্তর ওয়াপদা কারামতিয়া দাখিল মাদরাসা

Uttar Wapda Karamatia Dakhil Madrasah

স্থাপিতঃ ১৯৭৭ইং, EIIN: 107633

অনলাইনে ভর্তি আবেদন

অনলাইনে ভর্তি আবেদন করতে সম্পূর্ণ ফরম টি পূরণ করে সাবমিট করুন।

নির্দেশনা:

* লাল তারকা চিহ্নিত ঘরগুলো অবশ্যই পূরণ করতে হবে।

  1. ইংরেজি নির্দেশিত ঘরগুলো ইংরেজিতে পূরণ করতে হবে।
  2. অন্যান্য ঘরগুলো বাংলাতে পূরণ করতে হবে।
  3. আবেদন সাবমিট করার পর আবেদন কপি প্রিন্ট করে পরবর্তী ধাপের জন্যে সংরক্ষণ করুন।
একাডেমিক তথ্য
শিক্ষার্থীর তথ্য
শিক্ষার্থীর তথ্য (বাংলায়)
পূর্ববর্তী প্রতিষ্ঠানের তথ্য (যদি থাকে)
শিক্ষার্থীর পিতা মাতার তথ্য
অভিভাবকের তথ্য

১। কোরআন-সুন্নাহ, সমাজ, রাষ্ট্র ও মাদ্রাসার স্বার্থের পরিপন্থী কোন কাজে অংশগ্রহন করব না।

২। সব সময় প্রতিষ্ঠানের নির্ধারিত ইউনিফর্ম পরিধান করব এবং শিক্ষকগণের প্রতি শ্রদ্ধাশীল ও অনুগত থাকব।

৩। মাসিক বেতন, পরিক্ষার ফি ও মাদ্রাসার যাবতীয় পাওনা যথাসময়ে পরিশোধ করব।

৪। মাদ্রাসার বিধি বিধান মেনে চলব। নিয়মিত মাদ্রাসায় উপস্থিত থাকব ও লেখাপড়ায় মনোযোগী হব।

৫। উপরোক্ত আঙ্গীকার ভঙ্গ করলে কর্তৃপক্ষের যে কোন সিদ্ধান্ত বা ছাড়পত্র গ্রহন করতে বাধ্য থাকব।