উত্তর ওয়াপদা কারামতিয়া দাখিল মাদরাসা
Uttar Wapda Karamatia Dakhil Madrasah
স্থাপিতঃ ১৯৭৭ইং, EIIN: 107633আমাদের উত্তর ওয়াপদা কারামতিয়া দখিল মাদ্রাসা, একটি প্রবীণ এবং শিক্ষার উদ্দিপনা স্থান, যা ছাত্র-ছাত্রীদের ইসলামী শিক্ষার পাশাপাশি আধুনিক, সৃজনশীল ও আদর্শের শিক্ষা প্রদান করে। আমরা একটি সমৃদ্ধ ও সহীহ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে অত্যন্ত গর্বিত এবং উত্সাহী।
আমাদের লক্ষ্য হলো ছাত্র-ছাত্রীদেরকে ইসলামিক শিক্ষা ও আধুনিক যুগউপযোগী শিক্ষা প্রদান করে তাদের ব্যক্তিগত এবং সামাজিক উন্নতির পথে পথ-নির্দেশনা দেয়া। আমরা ছাত্র-ছাত্রীদেরকে বিজ্ঞান, কম্পিউটার, ভাষা, ও অন্যান্য বিষয়ে পূর্ণ পাঠদান করে তাদেরকে একটি সুস্থ এবং সু-সজ্জিত সমাজে যোগ দেওয়ার লক্ষ্যে কাজ করি।
আমাদের মাদ্রাসায় আছে একদল পেশাদার ও প্রশিক্ষিত শিক্ষকমন্ডলী, যারা প্রতিটি ছাত্র-ছাত্রীর প্রগতির জন্য সদায় কাজ করে। তাদের উদ্দীপনা এবং প্রশিক্ষণের মাধ্যমে ছাত্র-ছাত্রীদেরকে একটি উচ্চ মানসম্পন্ন শিক্ষা প্রদান করা হয়।
আমরা আমাদের ছাত্র-ছাত্রীদেরকে একটি সুস্থ ইসলামিক সম্প্রদায়ে উন্নত করতে সদা জাগ্রত, এবং তাদেরকে সামাজিক কর্মে অংশগ্রহণ করতে উৎসাহিত করতে চাই। আমরা একটি একত্রিত ও ঐক্যবদ্ধ সমাজ গড়তে চাই, যেখানে বৃদ্ধি, শান্তি এবং সহিষ্ণুতা অর্জন করা যায়।
উত্তর ওয়াপদা কারামতিয়া দখিল মাদ্রাসা - একটি শিক্ষার আলোকবর্তী অঙ্গন, যেখানে ছাত্র-ছাত্রীরা আত্মনির্ভরশীল এবং আদর্শ নাগরিক হিসেবে প্রস্তুত হতে সাহায্য পাচ্ছে।
খুব শীগ্রই আমাদের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে পাঠদান সুবিধা দেওয়া হবে
আমাদের রয়েছে প্রাতিষ্ঠানিক লাইব্রেরী সুবিধা। এখানে প্রাতিষ্ঠানিক বইয়ের পাশাপাশি জ্ঞান চর্চার জন্যে গল্প, কবিতা, ঐতিহাসিক ঘটনা সম্বলিত বিভিন্ন রকমের বই রয়েছে।
মেধাবী ও সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের জন্যে রয়েছ শতভাগ বৃত্তি সুবিধা।
আমাদের রয়েছে বিষয় ভিত্তিক দক্ষ, অভিজ্ঞ ও স্বীকৃত শিক্ষক/ শিক্ষিকামন্ডলী। বাংলাদেশ বেসরকারী শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) প্রদত্ত সার্টিফিকেট প্রাপ্ত শিক্ষক/শিক্ষিকামন্ডলী।